আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৯২ হাজার সেনা ও নৌবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ‘আজকে নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে, কীভাবে ডেপ্লয়মেন্ট হবে, সেনাবাহিনী তরফ থেকে জানানো হয়েছে যে ৯২ হাজার ৫০০ সেনা এবং নৌবাহিনীর সদস্য কাজ করবেন। এর মধ্যে ৯০ হাজার থাকবে সেনা সদস্য আর বাকিটা নৌবাহিনীর সদস্য। সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সেনাবাহিনীর একটা করে কোম্পানি মোতায়েন থাকবে।’
তিনি বলেন, ‘এছাড়া নির্বাচনের আগের ৭২ ঘণ্টা ও পরের ৭২ ঘণ্টার নিরাপত্তার পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা পদায়নের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করে সে অনুযায়ী কাজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ে কাজ করতে দুটি কমিটি কাজ করবে। ডিজইনফর্মেশনের ব্যাপারগুলোর জন্যও কাজ করতে কমিটি থাকবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে।’