সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এলামনাই গালা নাইট ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া-এর বার্ষিক গালা ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।

গত ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রাক্তন সহপাঠী, অগ্রজ ও অনুজ এলামনিদের পুনর্মিলনে হাসি, স্মৃতিচারণ ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো সন্ধ্যা। অতিথিদের জন্য ছিল আলোকচিত্র তোলার বিশেষ বুথ এবং একাধিক আকর্ষণীয় পর্ব — স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ, ক্রীড়া পুরস্কার বিতরণ ও ‘প্রবাসে BAU স্পন্দন’ ম্যাগাজিন প্রকাশনা।

ধর্মীয় বাণী, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এই উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রবাসে BAU স্পন্দন’-এর প্রধান সম্পাদক ছিলেন ড. নিউটন মুহুরী দেবু, সহযোগী সম্পাদক ড. লতিফ সিদ্দীকি লিটন ও জিয়াউল হক বাবলু।

সংগঠনের সভাপতি জনাব আবদুল ওয়ারেস বাবুল স্বাগত বক্তব্যে সকল অংশগ্রহণকারী, আয়োজক ও স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান সেলিম তাঁর শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য, চলমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিত দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সাবেক সভাপতি ড. আনোয়ারুল বকসী বিশেষ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্বটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক কবির চৌধুরী রুবেল এবং সহ-ক্রীড়া সম্পাদক রুমানা ইয়াছমিন। নবীন ও প্রবীণ অ্যালামনিদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। শেষ পর্বে সকল প্রজন্মের অ্যালামনি গান, সংগীত ও নৃত্যের ছন্দে আনন্দে মেতে ওঠেন। এই সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন দিনা ও সোহাগ, যাদের প্রাণবন্ত সঞ্চালনা দর্শকদের মুগ্ধ করে।

 

রাফেল ড্র পরিচালনা করেন যুগ্মসচিব স‍ত‍্যজিৎ সাহা আবীর এবং উল্লেখযোগ্য পুরস্কারটি ছিল একজন এলামনাই শামীম হাসানের পেইন্টিং ।

গালা নাইটের সার্বিক সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক মেহেরুন সুলতানা সাথী, সহযোগিতায় ছিলেন কার্যকরী সদস্য ড. মোহাম্মদ নাজিম উদ্দীন।

অনুষ্ঠানের মধ্যমনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দুই অধ্যাপক — প্রফেসর ড. মোহাম্মদ ওয়াজুদ্দিন ও প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

এক প্রাণবন্ত সন্ধ্যা শেষে অংশগ্রহণকারীদের মন্তব্যে প্রতিধ্বনিত হয় এক অনুভব— “সিডনির এই গালা নাইট যেন ব্রহ্মপুত্রপাড়ের সেই পুরোনো ক্যাম্পাসকে ফিরিয়ে এনেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category