চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে মদপানে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া অসুস্থ হয়ে আলিম উদ্দিন নামে আরও এক দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এরপরই বিভিন্ন সময় একে একে ৬ জন মারা গেছেন। রোববার অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। আমরা বিষয়টি নিয়ে সবার বাড়িতে যাচ্ছি। বিস্তারিত পরে জানাবো।