সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬ Time View

হলিউডের কিংবদন্তী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পিপল ম্যাগাজিন এর সূত্র অনুসারে, কিটনের মৃত্যু সর্ম্পকে এখনো বিস্তারিত জানা যায় নি।তার পরিবার এ মুহূর্তে কোনো রকম কথা বলার মতো অবস্থায় নেই।

কিটন তার বর্ণাঢ্য ক্যারিয়ার জুড়ে তার নিজস্ব স্টাইল ও অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিল। অ্যানি হল এবং দ্য গডফাদার এ তার মোহনীয় ভূমিকার জন্য তিনি ব্যাপক খ্যাতি পেয়েছে। ফ্রান্সিস ফোর্ড কপোলার “দ্য গডফাদার” (১৯৭২) ছবিতে মাইকেল করলিয়নের স্ত্রী (আল পাচিনো অভিনীত) কে অ্যাডামসের ভূমিকায় অভিনয় করে কিটনের সাফল্য আসে – এই ভূমিকায় তিনি উভয় সিক্যুয়েলেই অভিনয় করেন। “অ্যানি হল” (১৯৭৭) ছবিতে তার অভিনয় তাকে সেরা অভিনেত্রীর জন্য একাডেমি পুরষ্কার দেয়া হয়।

কয়েক দশক ধরে, তিনি হলিউডের সবচেয়ে সম্মানিত তারকাদের একজন হয়ে ওঠেন, ‘দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘ফাদার অফ দ্য ব্রাইড’, ‘বেবি বুম’ এবং ‘সামথিংস গোটা গিভ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে তাকে আরও একটি অস্কার মনোনয়ন এনে দেন।

তার পুরো ক্যারিয়ার জুড়ে, “লুকিং ফর মিস্টার গুডবার”, “শুট দ্য মুন” এবং “দ্য গুড মাদার” এর মতো নাটকে জটিল এবং নির্ভীক চরিত্র তাকে করেছে অনন্য।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসের ডায়ান হলে জন্মগ্রহণকারী কিটন চার সন্তানের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তার মা একজন সৃজনশীলমনা মানুষ ছিলেন । অভিনেত্রী এক সাক্ষাতকারে বলেছিলেন তার মা এর অনুপ্রেরণায় তিনি অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। থিয়েটারে ক্যারিয়ার শুরু করার সময় তিনি তার মায়ের পূর্ব নাম কিটন গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি কখনও বিয়ে করেননি তবে প্রেমের সম্পর্ক ছিল ওয়ারেন বিটি, আল পাচিনো এবং উডি অ্যালেনের সাথে। তিনি দুটি সন্তানকে দত্তক নেন, ১৯৯৬ সালে কন্যা ডেক্সটার এবং ২০০১ সালে পুত্র ডিউক যারা তার নিঃসঙ্গ জীবনকে অর্থবহ করে তোলে।

হলিউডের এই আইকনিক অভিনেত্রীর মৃত্যুত পুরো অভিনয়জগতে শোকের ছায়া নেমে এসেছে।তবে তিনি না থাকলেও তার কাজ গুলো সবসময় প্রজন্ম থেকে প্রজন্মতরের কাছে দ্যুতি ছড়াতে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category