রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই ঘোষণার মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হচ্ছে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন।’ এজন্য তিনি রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব তুলে ধরেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বর্তমানে অর্থায়ন কমে আসছে। এতে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র শান্তিপূর্ণ সমাধান হতে পারে।’
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম দমন-পীড়নের মুখে প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এখনো তারা কক্সবাজার ও ভাসানচরের আশ্রয় শিবিরে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল জীবনযাপন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে, তবে প্রত্যাবাসন এখনো কার্যকর হয়নি।