বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

আমি কী করছি, তা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা না যে যা করছি তা দেখাতে পারব। আমি কী করছি, তা আপনারা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের উপকণ্ঠে গ্র্যান্ড সিলেট হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে ‘মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা’ কার্যক্রমের উদ্বোধন হয়।

এই কার্যক্রমের আওতায় পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ আটটি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

ড. আসিফ নজরুল বলেন, আজকে আমরা এমন কিছু কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কখনও হয়নি। সরকার যে আইনি পরিবর্তন এনেছে, তা পরবর্তী সরকার চালিয়ে নিলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল সামনে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে অনেক বিরোধ কম সময়ে, কম খরচে মীমাংসা করা সম্ভব হবে। এতে মামলার সংখ্যা কমবে এবং মানুষ দ্রুত সমাধান পাবে। প্রথম ধাপে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) থেকে ১২টি জেলায় এই কার্যক্রম শুরু হবে। এসব জেলা হলো- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।

বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই উদ্যোগ আদালতের মামলার চাপ কমাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সাহায্য করবে। সাধারণ মানুষও আশা করছেন, মামলার দীর্ঘসূত্রিতা, খরচ ও জটিলতা থেকে রেহাই পেতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে সারাদেশে এটি চালু হলে বিচার ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন হিসেবে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category