পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় ১৫ জন মারা গেছেন। এছাড়া আরও ১৮ জন চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (১৮:১৫ বিএসটি) ট্রামটি লাইনচ্যুত হয়ে একটি ভবনের সাথে ধাক্কা খায়।
সরকারি হিসাবে এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।
দুর্ঘটনার পর ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে রাতভর উদ্ধারকাজ ও ফরেনসিক তদন্ত চলতে থাকে।
দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা পর্তুগিজ টিভি চ্যানেল এসআইসি-কে জানিয়েছেন, ট্রামটি “অতিরিক্ত গতিতে” নামতে নামতে নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সাথে সজোরে ধাক্কা খায়।
একজন নারী প্রত্যক্ষদর্শী বলেন, “এটি প্রচণ্ড জোরে ভবনে আঘাত করে ভেঙে পড়ে যায় যেন কাগজের বাক্স। এর কোনো ব্রেক কাজ করছিল না।”
ট্রাম পরিচালনাকারী সংস্থা গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তারা ঘটনাটির কারণ উদ্ঘাটনে তদন্ত চালাবে।
এদিকে পর্তুগিজ সরকার বৃহস্পতিবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। পাশাপাশি লিসবন সিটি কর্তৃপক্ষ তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।