শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

‘কেজিএফ’ সিনেমার জনপ্রিয় অভিনেতা দিনেশ মাঙ্গালোর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৫ Time View

প্রখ্যাত কন্নড় তারকা ও ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) ভোররাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিনেশ। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর ধরে মস্তিষ্কে রক্তক্ষরণের জটিলতায় ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে স্ট্রোক হয় তার। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বেঙ্গালুরুতে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন।
 
কিন্তু গত সপ্তাহে আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়ন দিনেশ। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে।
 
দিনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়ের জগতে পা রাখেন। অভিনয় গুণে তিনি কন্নড় সিনেমার শক্তিশালী পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তার জনপ্রিয়তা আরও বাড়তে শুরু করে  ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ‘ডন শেঠি’র ভূমিকায় অভিনয় করে।
দিনেশের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ ইত্যাদি।
প্রসঙ্গত, হাসপাতালে থেকে আজ সন্ধ্যায় উডুপির নিজ বাড়িতে আনা হবে দিনেশ মাঙ্গালোর মরদেহ। আগামী ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর ভারতের সুমনাহল্লি শ্মশানে অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category