বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে সব গ্রেডে কোটা এবং বিশেষ সুবিধা দাবি করছে এবং বিএসসি ডিগ্রিধারীদের ‘কুলাঙ্গার’ বলে অপমান করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় বুয়েট থেকে মিছিল বের হয়।
এসময় শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা”, “ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না”, “চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর” বলে স্লোগান দেয়।
এর আগে গত বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতি সহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।