টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে হ্রদে পানির চাপ বেড়ে যাওয়ায়, বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধের সম্ভাব্য ঝুঁকি এড়াতে কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাপ্তাই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। তাই দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্পিলওয়ের গেটগুলো ধাপে ধাপে খোলা হচ্ছে।’ তিনি ভাটি অঞ্চলের জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং বলেন, পরিস্থিতি পিডিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।