রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন আমেরিকা থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মৃত্যু কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০ অস্ট্রেলিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির (CUAAA) নতুন কমিটি ঘোষণা ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, পোলট্রি খামার লকডাউন উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, পাল্টা রাশিয়ার পারমাণবিক মহড়া

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৩ সহোদরসহ ৮ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৪ Time View

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় তিন সহোদরসহ ৮ আসামির মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) কামাল হোসেন।

তিনি জানান, মামলায় ৩৪ জন আসামির মধ্যে আজকে আদালত ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি ১৭ জনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- সাইফুল আলম, নজরুল আলম, সদরুল আলম, সিরাজ উদ্দিন, জামাল মিয়া, আব্দুল জলিল, আনোয়ার হোসেন ও মামুনুর রশীদ। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনুর রশীদ পলাতক রয়েছেন। এরমধ্যে সাইফুল, নজরুল ও সদরুল তিনজনই সহোদর।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে জমি দখল নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের একদল লোক চাউলধনী হাওরে ইব্রাহিম আলীদের জমিতে মাটি কাটতে গেলে সশস্ত্র সংঘর্ষ হয়। এতে শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় তার বাবা ও চাচাসহ আরও তিনজন।

ঘটনার তিনদিন পর নিহতের চাচা ইব্রাহিম আলী ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে গাফিলতির অভিযোগে থানার তৎকালীন ওসি শামীম মুস, দুই এসআইকে ক্লোজ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি সাইফুল কারাগারে, অপর আসামি মামুনুর রশীদ এখনও পলাতক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category