শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

আমেরিকায় জনপ্রিয় তারকা দম্পতির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২ Time View

আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী থমাস ডেলুকা ও তার স্ত্রী সংগীতবিষয়ক শো ‘আমেরিকান আইডল’-এর পরিচালক রবিনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের নিজ বাসা থেকে আলাদা দুইটা কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৪ জুলাই খুনের শিকার হয়েছেন তারকা দম্পতি।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের খবর জানতে পেরে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা ঘটনা স্থালে পৌঁছেছে।

আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, রবিন ও তার স্বামীকে মৃত্যুর ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এমনকি কোনো চুরির ঘটনা বলেও মনে হচ্ছে না। কারণ, বাসা থেকে কোনো কিছু লুটপাট করা হয়নি। পুলিশ বাসার মূল দরজায় রক্ত দেখতে পায়। তারপর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে রবিন ও থমাসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। ঘটনাস্থলেই তাঁদের মৃত হয়েছেন বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা।

এর আগে, গত ১০ জুলাই তাদের বাসায় ডাকাতির ঘটনা সন্দেহে পুলিশ ডেকেছিনল। সে সময় পুলিশ ডাকাতির কোনো তথ্য পায়নি। থমাস-রবিন দাবি করেন, একটি এলএপিডি হেলিকপ্টার বাসার ওপর দিয়ে টহল দিচ্ছিল। কিন্তু পুলিশ কোনো সন্দেহভাজন গ্রেফতার করতে পরেনি। এ ঘটনা তারকা দম্পতি খুনের সঙ্গে সম্পর্কিত কিনা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন এ ঘটনায় প্রতিবেশীরা জানিয়েছেন যে, গত চারদিন ধরে তারকা দম্পতি পরিবারের কোনো খবর জানেন না তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category