বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯৩ Time View

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৭ বছর। শুক্রবার (২১ মার্চ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ে জুহুর আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশ পাণ্ডের।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শাস্ত্রী নগর শ্মশানে রাকেশ পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবার ও ঘনিষ্ঠেরা। রাকেশের পরিবারে তিন সদস্য— স্ত্রী, কন্যা, ও নাতনি।

১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন রাকেশ পাণ্ডে। এই ছবি থেকেই তার পরিচিতি পাওয়া শুরু। এমনকি এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি।

বড় পর্দায়ে অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন তিনি। পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সদস্যও ছিলেন অভিনেতা। ২০২৩-এর ছবি ‘সুদর্শন চক্র’ ছবিতে রাকেশ পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category