বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

গাজীপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

গাজীপুরের কালিয়াকৈরের চেয়ারম্যান বাড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার মাওনা-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলাধীন কাঞ্চনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিয়ন মিয়ার ছেলে করিম মিয়া (৪০), উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা মো: অয়ন (২৫)। তাৎক্ষণিকভাবে একজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চিালিত অটোরিকশাটি কালিয়াকৈর সদরের দিকে যাচ্ছিল। এসময় উপজেলার চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর বাজার এলাকায় পৌঁছলে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই যাত্রীসহ অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন বাকি তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দ্রুত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সেখানকার কর্মরত চিকিৎসক।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category