বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, নিহত ৪ প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম সিডনিতে ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের সফল প্রিমিয়ার-শো অনুষ্ঠিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’- সিডনিতে অজয় দাশগুপ্তের জন্মদিন ও সোহরাব হাসানের সংবর্ধনা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র: আন্ডার সেক্রেটারি

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার এজিএম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ Time View

গত ০৮ই ডিসেম্বর রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামুনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার এজিএম ২০২৪ অনুষ্ঠিত হয়। সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এজিএম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শামিম হাসান এবং গীতা পাঠ করেন রতন কুণ্ডু । পরে ট্রেজারার ডঃ আবুল কালাম আজাদ বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন।

এরপরে, সংগঠনের সাধারন সম্পাদক ডঃ আছাদুজ্জামান সেলিম বিগত সময়ে গৃহিত বিভিন্ন কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। বিশেষভাবে, BAUAAA Annual Sports & BAU Alumni Night এ বাকৃবি অ্যালামুনাইরা পরিবারসহ অংশগ্রহন করায় অংশগ্রহণকারী, আয়োজক ভলান্টিয়ার ও কার্যকরী কমিতির সবাইকে ধন্যবাদ জানান। সামাজিক কার্যক্রমের ভিতরে Canberra Floriade Visit 2024 & Flood Appeal 2024 এ অংশগ্রহনকারী সবাইকেসহ, বাংলাদেশে ত্রান কার্যক্রম পরিচালনাকারি AGRI Students’ Alliance Bangladesh কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

পরে বিবিধ আলোচনা পর্বে সবার প্রাণবন্ত আলোচনার মাধ্যমে ট্রেজারারের রিপোর্ট, সাধারণ সম্পাদকের রিপোর্ট গৃহিত হয়। শেষে সংগঠনের সভাপতি আব্দুল ওয়ারেছ বাবুল সংগঠনের ব্যাপারের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষনা করেন। পরবর্তিতে অতিথিদের জন্য মধ্যহ্নভোজ ও বাকৃবিয়ানদের বিভিন্ন স্মৃতিচারনের মাধ্যমে অ্যালামুনাইদের মিলন মেলা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category