শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

ফিলিপাইনে টাইফুন ‘মান-ই’র আঘাত, নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

ফিলিপাইনে সামুদ্রিক ঘূর্ণিঝড় (টাইফুন) মান-ই’র আঘাতে এ পর্যন্ত ৮ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১৮ নভেম্বর) ষষ্ঠতম সুপার টাইফুন ‘মান-ই’ আছড়ে পড়ার আগে শুক্রবার আরেকটি সুপার টাইফুন ‘উসাগি’ আছড়ে পড়ে।

এতে করে ফিলিপাইনের উত্তরাঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (১৭ নভেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

গত শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপ-প্রদেশ কাতানদুয়ানস এবং মধ্যাঞ্চলীয় দ্বীপ-প্রদেশ ল্যুজোনে আঘাত হানে টাইফুন মান-ই, যেটি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘পেপিটো’ নামে। উপকূলের স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছিল ১৮৫ কিলোমিটার পর্যন্ত।

সরকারি দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা এখনও তৎপরতা পুরোপুরি শুরু করতে পারছেন না, কারণ ঝড় দুর্বল হলেও এখনও শেষ হয়নি। বর্তমানে ল্যুজনে অবস্থান করছে মান-ই; আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ সোমবার রাতের মধ্যে ঝড়টি ভিয়েতনামে প্রবেশ করবে।

তবে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর বলেছেন, “যদিও পেপিটো বেশ শক্তিশালী একটি ঝড় ছিল, কিন্তু এটি যতটা বিধ্বংসী হবে বলে আশঙ্কা করা হচ্ছিল, তত ভয়ঙ্কর তা ছিল না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category