বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

নিউইয়র্কে প্রাণ খুলে গাইলেন বেবী নাজনীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণ খুলে গান গেয়ে দর্শকশ্রোতা মাতালেন প্রবাসী জনপ্রিয় সঙ্গীত তারকা বেবী নাজনীন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে গাইতে হয়েছে বেবী নাজনীনকে।

সরকার পতনের পর এই প্রথম নিউইয়র্কে একক সঙ্গীতানুষ্ঠানে প্রাণ খুলে গান গেয়ে প্রবাসীদের মাতিয়ে তোলেন বেবী নাজনীন। দীর্ঘ ১৫ বছর তাকে প্রাণ খুলে গান গাওয়ার সুযোগ করে দেয় বেবি নাজনীনের প্রবাসী ভক্ত ও আশা গ্রুপ অব কোম্পনিজ।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় একক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে তার ফ্যানস ক্লাব।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেবি নাজনীন তার জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকশ্রোতাদের আনন্দ দেন। গানগুলোর মধ্যে ছিল- ওই রংধনু থেকে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু‍‍’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে-এ প্রাণও বুঝি যায় রে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে ও পত্রমিতা।

সরকার পতনের পর এই প্রথম নিউইয়র্কে একক সঙ্গীতানুষ্ঠানে প্রাণ খুলে গান গেয়ে প্রবাসীদের মাতিয়ে তোলেন বেবী নাজনীন। দীর্ঘ ১৫ বছর তাকে প্রাণ খুলে গান গাওয়ার সুযোগ করে দেয় বেবি নাজনীনের প্রবাসী ভক্ত ও আশা গ্রুপ অব কোম্পনিজ।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় একক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে তার ফ্যানস ক্লাব।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেবি নাজনীন তার জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকশ্রোতাদের আনন্দ দেন। গানগুলোর মধ্যে ছিল- ওই রংধনু থেকে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু‍‍’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে-এ প্রাণও বুঝি যায় রে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে ও পত্রমিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category