বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় নৃত্যান্জলী ডান্স একাডেমীর পিঠা-পার্বণ উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫০ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পার্বণ অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমী । ৯ জুন (রবিবার) সিডনির ল্যাকেম্বায় নৃত্যান্জলী একাডেমী হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলো প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, শাড়ি-গহনার প্রদর্শনী, ফটোবুথ ও দেশীয় হরেক রকম পিঠাপুলি দিয়ে অতিথি আপ্যায়ন, বিভিন্ন প্রকার মিষ্টান্ন, ঝালমুড়ি ও চায়ের আয়োজন।


পিঠা-পার্বন অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিলেন মৌসুমী ও রাজেশ সাহা। অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু। কবিতা আবৃত্তি করেন সিডনির আবৃত্তিকার ও উপস্থাপক মুনা মোস্তফা, পলি ফরহাদ, হাসান মেহেদী ও রতন কুন্ডু। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর নিয়মিত সংগীত শিল্পী ইমরান হোসাইন, নিলুফা ইয়াসমীন, মৌসুমী সানা, আদৃতা হাটি, অমিয়া মতিন সহ অন্যান্য শিল্পীবৃন্দ।


একক নৃত্য পরিবেশন করেন পম্পা হাটি। দলীয় নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহা, সুলতানা সুফিয়া মিতু ও সাদিয়া বুশরা। এবারে নতুন সংযোজন ছিলো বন্দনা কালচারাল স্কুলের কর্ণধার ওপার বাংলার টিভি তারকা ও বিশিষ্ট নৃত্যশিল্পী তনিমা ব্যানার্জীর অনবদ্য একক ও তার ছেলে তমজিৎ চক্রবর্তীকে নিয়ে একটি দ্বৈত নৃত্য।
নৃত্যান্জলীর প্রাণপুরুষ রাজেশ ও প্রিন্সপাল মৌসুমী সাহা আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মৌসুমী সাহা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য বাঙালী সংস্কৃতির দ্বিতীয় প্রহর- নকশী নহর-২ এ সবাইকে আগাম আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category