বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২৭ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ Time View

প্রশাসনের ১২৭ জন যুগ্মসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।

সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদেরকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করে sa1@mopa.gov.bd-তে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, গত বছরের ১২ মে পদোন্নতি দিয়ে ১১৪ জনকে অতিরিক্ত সচিব করা হয়েছিল। বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত আছেন। এর সাথে আরও নতুনভাবে পদোন্নতি পেয়ে যুক্ত হলেন ১২৭ কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category