বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

দেশের মানুষ সুখে থাকুক বিএনপি চায় না: মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৭০ Time View

দেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পেঁয়াজের দাম কমেছে। জিনিসপত্রের দাম কমেছে। মানুষ একটু স্বস্তিতে আছে। এখন তারা (বিএনপি) ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। ১২০ টাকার পেঁয়াজ ৬০ টাকা হয়েছে, এটা তাদের (বিএনপি’র) সহ্য হয় না। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক এটা তারা চায় না।

তিনি বলেন, বিএনপি পাকিস্তানকে হৃদয়ে ধারণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর এ দেশকে মিনি পাকিস্তান বানানো হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এবং যারা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের উচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখা। সেগুলো যাতে চিরস্থায়ী হয়, সেই ব্যবস্থা করা।

কাদেরিয়া বাহিনীর জাদুঘরের পাশে বঙ্গবীর কাদের সিদ্দিক বীর উত্তমের নামে যাতে একটি স্কুল হয় সে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান মন্ত্রী।

মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, এমপি, তানভীর হাসান ছোট মনির, এমপি, খান আহমেদ শুভ, এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, সাবেক এমপি আতাউর রহমান খান, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএমএস সিরাজুল হক আলমগীর প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category