মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

বিজেপির টিকিট পেলেন বলিউডের কুইন কঙ্গনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৩৭ Time View

প্রকাশ করা হয়েছে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা। আর সেখানেই রয়েছে ভরপুর চমক। চমকে দিয়ে এবার বিজেপির হয়ে মান্ডি থেকে লড়াই করবেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। এর আগে তিনি বহুবার বিজেপির সমর্থনে নানা পোস্ট করেছেন। তখন থেকেই অনেকেই অনুমান করেছিলেন যে তিনি হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল। তবে কেবল তিনি নয়, এবার বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে ছোট পর্দার রামায়ণের ‘রাম’ অরুণ গোভিলকেও।

বিজেপির প্রার্থী কঙ্গনা

জন্মদিনের পরের দিনই এল চমক। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এবার পদ্মফুলের হয়ে লড়াই করবেন মান্ডি কেন্দ্র থেকে। বিজেপির তরফে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থী তালিকা। সেখান থেকেই জানা মান্ডি থেকে লড়াই করছেন কঙ্গনা।

এই লোকসভা নির্বাচনের মাধ্যমেই রাজনীতিতে পা রাখলেন বলিউডের কুইন। তিনি নানা সময় বিজেপির হয়ে নানা কথা, তথ্য প্রচার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় তিনি বরাবরই পঞ্চমুখ। ফলে অনেকেই অনুমান করেছিলেন যে তিনি আজ না হয় কাল রাজনীতির মাঠে আসবেনই। অবশেষে সেই অনুমান সত্য হয়।

বিজেপির প্রার্থী অরুণ গোভিল

কেবল কঙ্গনা রানাওয়াত নন। এবারে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়াই করবেন অরুণ গোভিলও। তাঁকে সকলে ছোট পর্দার রাম হিসেবেই চেনেন। তিনি মিরাট থেকে বিজেপির হয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করবেন।

বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা

উজিয়ারপুর থেকে লড়াই করবেন নিত্যানন্দ রাই। গিরিরাজ সিং বেগুসরাই থেকে লড়বেন, রবি শঙ্কর প্রসাদ পাটনা সাহিবের প্রার্থী। কঙ্গনা রানাওয়াত মান্ডির প্রার্থী, নবীন জিন্দল লড়াই করবেন কুরুক্ষেত্র থেকে। দুমকা থেকে এবার লড়াই করবেন সীতা সোরেন। সম্বলপুর থেকে লড়ছেন ধর্মেন্দ্র প্রধান, প্রতাপ সারঙ্গী এবার বালাসোরের প্রার্থী। পুরি থেকে লড়ছেন সম্বিত পাত্র, অপরাজিতা সারঙ্গী লড়ছেন ভুবনেশ্বর থেকে। আর মিরাট থেকে বিজেপির প্রার্থী অরুণ গোভিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category