বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঈদ কেনাকাটায় জমজমাট ঢাকার নিউমার্কেট এলাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৯১ Time View

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বেচাকেনায় জমজমাট ঢাকা নিউ মার্কেট অঞ্চল। ঈদের সময় যত এগিয়ে আসছে, মার্কেটে লোকজনের কেনাকাটা ব্যাপকভাবে বেড়ে চলেছে।
শুক্রবার (২২ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নিউমার্কেট এলাকার চিত্র কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা নিউ মার্কেট ও তার আশপাশের এলাকা।

ক্রেতাদের উপস্থিতি আর বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠেছে এলাকা। সরেজমিনে ঢাকা নিউমার্কেট, গাউছিয়া, নুরজাহান, বদরুদ্দৌজা, নূর ম্যানশন, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকা কমপ্লেক্স, গ্রিন স্মরণিকা, সুবাস্তু, চন্দ্রিমা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড ও তার আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, কেনাকাটায় ক্রেতাদের ঢল নেমেছে। ঈদকে সামনে রেখে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমন চিত্র দেখা যায়।

বৃষ্টি, রোজার ক্লান্তি সবকিছুকে উপেক্ষা করে ঈদ কেনাকাটা করতে সকাল থেকে রাত পর্যন্ত নানান বয়সী ক্রেতা বিক্রেতা সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে দোকানগুলো। নিউ মার্কেট ও তার চারপাশের এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।

বিক্রেতারা জানান, ঈদের আরো বিশ দিন বাকি থাকলেও বেচাকেনা পুরোদস্তুর শুরু হয়ে গেছে। এবার রোজা শুরু থেকেই টুকটাক ক্রেতাদের দেখা পেয়েছেন তারা। ঈদের কাছাকাছি সময়ে বিক্রি আরো বেশি হবে বলে আশাবাদী তারা ।

ধানমন্ডি হকার্স মার্কেটের শাড়ি কিনতে এসেছেন আঞ্জুমান আরা ও তার পরিবার। বার্তা২৪.কমকে তিনি বলেন, হকার্স মার্কেটটাকে আমার মনে হয় শাড়ির রাজ্য। সব ধরনের শাড়ি পাওয়া যায় এই মার্কেটে। মেয়ে আর ছেলের বউ এর জন্য শাড়ি কিনেছি। আরো দেখছি। দাম বরাবরের মতো ঈদের সময় তো বেশি হয়ই এ আর নতুন কি!।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category