শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

নর্দার্ন মেলবোর্নে ওলার্ট কমুনিটি পাঠশালা’র যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৯৪ Time View

গত ২ মার্চ ২০২৪ এ ওলার্ট এর কিরিপ কমুনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওলার্ট কমুনিটি পাঠশালা তার কার্যক্রম শুরু করে।

বাংলা স্কুলটির প্রতিষ্ঠাতা-অধ্যুক্ষ মুহাম্মদ আশিকুর রহমান বলেন, “এই রিজিয়নে আর কোনো বাংলা শিক্ষার স্কুল নেই। তাই ক্রমবর্ধমান বাংলাভাষী কমুনিটির শিশুদের কথা মাথায় রেখে এই স্কুলটি চালু করা হলো।“

শুরুতে পাঁচজন শিক্ষকের অধীনে ১৬জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি এর কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এই স্কুলের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বাংলাভাষী কমুনিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এই স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তৃতা প্রদান করেন অধ্যক্ষ মুহাম্মদ আশিকুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা-উপাধ্যক্ষ সাবরিনা ইসলাম, বিজনেস ম্যানেজার মনজুর হাসান, স্কুল কাউন্সিলের সভাপতি সাদিকুল হক, স্কুল কোঅর্ডিনেটর ও চাইল্ড সেফটি অফিসার তাহমিনা আক্তার এবং স্কুল কোঅর্ডিনেটর ও ফার্স্ট এইড অফিসার শাহজাদি পারভীন।

শিক্ষার্থীদের এই স্কুলের কার্যক্রম নিয়ে তথ্যাবলী বা ইনফরমেশন প্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্যে হাল্কা নাস্তা ও খাবার-দাবারের আয়োজন ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category