বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩ Time View
ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)’র প্রধান এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এ তথ্য জানিয়েছে। ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গেছে, অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সবারই প্রাণহানি ঘটে। বিধ্বস্ত বিমানটি দিল্লির একটি চার্টার কোম্পানি ‘ভিএসআর’-এর মালিকানাধীন ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছিল বলে ডিজিসিএ জানিয়েছে। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী দলীয় কর্মসূচিতে যোগ দিতে অজিত পাওয়ার এই সফর করছিলেন। বিমানটিতে উপমুখ্যমন্ত্রী ছাড়া আরও চার জন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের কেউ জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পিটিআই প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতারা অজিত পাওয়ারের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বারামতীর এই মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য হিন্দু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category