বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বর্ণিল আয়োজনে ফিরছে ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’ থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে হুজাইফার, হয়েছে স্ট্রোক শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, নিহত ৪ প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম

সিডনিতে বর্ণিল আয়োজনে ফিরছে ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২২ Time View

সিডনির বহুসাংস্কৃতিক সমাজে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা হিসেবে আবারও ফিরে আসছে ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’। সংগীত, রঙ, আবেগ আর সম্প্রীতির এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ফাগুন হাওয়া ফেস্টকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলতে থাকছে এক ঐতিহাসিক চমক। প্রথমবারের মতো সিডনিতে লাইভ পারফরম্যান্সে অংশ নিতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার সঙ্গে আরও থাকবেন দেশ ও প্রবাসের একাধিক প্রতিভাবান শিল্পী, যারা সংগীত ও পরিবেশনায় পুরো অনুষ্ঠানকে করে তুলবেন প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া।

এই বর্ণিল আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে AAAN HOMES, যারা দীর্ঘদিন ধরে ফাগুন হাওয়া ফেস্টের সঙ্গে যুক্ত থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা দিয়ে আসছে। আয়োজকরা AAAN HOMES-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের এই ধারাবাহিক সমর্থন অনুষ্ঠানটিকে প্রতি বছর আরও বড় পরিসরে আয়োজন করতে অনুপ্রেরণা জুগিয়েছে।

আয়োজকদের মতে, ফাগুন হাওয়া ফেস্টের প্রতি তাদের আস্থা, ভালোবাসা ও উৎসাহ এই অনুষ্ঠানকে শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং প্রবাসী কমিউনিটির আবেগের উৎসবে পরিণত করেছে।

আয়োজকরা সিডনিবাসীসহ আশপাশের সব বাংলা ভাষাভাষী মানুষকে আহ্বান জানিয়ে বলেন,
“পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে আসুন, একসঙ্গে উদযাপন করুন, সংযোগ গড়ুন এবং ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’-এ তৈরি করুন জীবনের সুন্দর কিছু স্মৃতি।”

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার রাত থেকেই টিকিট বিক্রি শুরু হবে।
টিকিট পাওয়া যাবে অনলাইনে—
Krazy Tickets
www.krazytickets.com

বাংলা সংস্কৃতি, সংগীত ও মিলনমেলার এই উৎসবে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category