বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

জয়ে শুরু করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২ Time View

ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া কাভা (সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশন) টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন হরষিত বিশ্বাসরা।

প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। তিন গেমের মধ্যে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্ট ছিল স্বাগতিকদের। এ ছাড়া দিনের অন্য দুই খেলায় তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে সহজেই হারিয়েছে। তবে তীব্রপ্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার খেলায়। শেষ পর্যন্ত শ্রীলংকা ৩-২ সেটে হারিয়েছে আফগানদের। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিয়েছে।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ ২২ অক্টোবর ২০২৫ ইং বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠেছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপ মেন্স ২০২৫। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এক দেশ। আমি আশা করছি এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে সফল একটি টুর্নামেন্ট হবে।’

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান বলেন, ‘এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় এক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।’ ভলিবল ফেডারেশনের সভাপতির আরও জানান, তাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর চারটি বড় টুর্নামেন্ট হয়েছে। তিনি আনন্দের সাথে ঘোষণা করেন যে, বাংলাদেশের মেয়েদের দল আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো মালদ্বীপে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category