টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্র বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। চলছে তৃতীয় পর্বের লড়াই। গত দুইবারের মতো এবারও জমে উঠেছে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। সেই লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এবার ভারতের উপকার করেছে অস্ট্রেলিয়া।
ওয়েলিংটন টেস্টের খেলা শেষ হয়েছে ৪ দিনেই। উড়তে থাকা নিউজিল্যান্ডকে ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড।
বড় ব্যবধানে হারের পর নিউজিল্যান্ডের সাফল্যের হার ৭৫ শতাংশ থেকে নেমে গেছে ৬০ শতাংশে। তাতে অস্ট্রেলিয়ার চেয়েও বেশি লাভবান হয়েছে ভারত। ৬৪.৫৮ শতাংশ সাফল্যের হার নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রোহিত শর্মার দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ১১ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার তিনে অস্ট্রেলিয়া। অজিদের সাফল্যের হার ৫৯.০৯ শতাংশ। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট হারিয়ে টেবিলের চারে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের সাফল্যের হার ৫০ শতাংশ।
বাংলাদেশের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ২২ পয়েন্ট পাকিস্তানের। এশিয়ার দলটির সাফল্যের হার ৩৬.৬৭ শতাংশ।সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় পাকিস্তান। সেই সিরিজে স্লো-ওভার রেটের কারণে ২ ডিমেরিট পয়েন্ট পায় পাকিস্তান। ৬,৭ ও ৮ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
Leave a Reply