আজ ২ মার্চ শনিবার, সন্ধ্যা ৭টায় সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে শখের থিয়েটার এর প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক “কিত্তনখোলা”
নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ও শাহীন শাহনেওয়াজ নির্দেশিত এই নাটকটি সিডনিতে প্রথমবার মঞ্চস্থ হতে যাচ্ছে।এর আগে শখের থিয়েটারের নাটক ‘কঞ্জুস‘ ও সফলভাবে সিডনি ও ক্যানবেরায় মঞ্চস্থ হয় এবং বিপুল দর্শক প্রিয়তা লাভ করে।
‘কঞ্জুস‘ নাটকের মতই এবারেও কিত্তনখোলা’য় সিডনির স্থানীয় শিল্পীরা অভিনয় করবেন । নির্দেশক শাহীন শাহনেওয়াজ নির্দেশিত এ নাটকটিও সফল হবে এবং দর্শকদের ভালোবাসা পাবে এমনটি আশা করেন।তিনি বলেন অস্ট্রেলিয়াতে এমন একটি নাটক তৈরী করা বেশ চ্যালেন্জিং ,আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি।” তিনি সকল নাটক প্রিয় দর্শকদের নাটকটি দেখার জন্য আহ্বান জানান।
Leave a Reply