মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে চাঁদরাত মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ (রবিবার) সিডনির মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে এ চাঁদ রাত মেলার আয়োজন করে বিডি হাব।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ নাত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপন্তি আকিদ ও আকিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতন, নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং, শিল্প ও বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং এমপি, ড: অ্যান্ড্রু কার্লটন এমপি, ন্যাথান ম্যাথিউ হাগার্থি এমপি, ক্যাম্পবেল টাউন সিটি মেয়র ডার্সি লন্ড প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ক্যারেন হান্ট, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এলিজা আজাদ, প্রাক্তন কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল, রিজওয়ান চৌধুরী লেবার ইউনিয়ন প্রতিনিধি,ফাগুন হাওয়ার তিশা তানিয়া, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল প্রমুখ। সম্মানিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে দেয় বিডি হাব টিম।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলির কিশোর কিশোরীরা, গান করেন সমীর রোজারিও, নিলুফা ইয়াসমিন, রুমানা হক, বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হোসাইন ইমরান, কবিতা আবৃত্তি করেন টেলিভিশনের প্রিয় মুখ মাজনুন মিজান।
এ চাঁদ রাত মেলায় ছিল বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। সন্ধ্যার পরে মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
Leave a Reply