বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

অস্ট্রেলিয়া দিচ্ছে ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪০ Time View

উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া এখন অনেক শিক্ষার্থীর জন্য গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো নানা স্কলারশিপ দেয়। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন চলছে। দেশটিতে পড়তে চাইলে বিদেশি শিক্ষার্থীদের জন্য গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে আছে বৃত্তির সুযোগ। ২০২৫ সালের জন্য দেশটির অন্যতম এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি দিচ্ছে ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। গ্রিফিথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে আন্তর্জাতিক ছাত্রদের সহায়তা করে। ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপে প্রতিবছর গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে আন্তর্জাতিক ছাত্রদের পুরস্কৃত করে। আবেদন অনলাইনে করতে হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তরে পড়তে চাইলে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিতে মিলবে টিউশন ফির ৫০ শতাংশ। এর সঙ্গে আরও সুযোগ–সুবিধা পাবেন শিক্ষার্থীরা। জানুয়ারি থেকে আবেদন চলছে। আবেদনের জন্য গ্রিফিথ বিশ্ববিদ্যালয় কিছু যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন অ্যাওয়ার্ডে জয়ী অনেক শিক্ষক গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে পড়ান। ২০২৩ সালের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বারোমিটার সার্ভেতে দেখা গেছে, গ্রিফিত বিশ্ববিদ্যালয়ের ৯৪ শতাংশ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে সুখী।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, নির্দেশনা এবং সহায়তা প্রদান করতে চায়। বিশ্ববিদ্যালয়টি ২০০টির বেশি ডিগ্রি প্রদান করে। গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষের খ্যাতি আছে বিশ্ববিদ্যালয়টির।

আবেদনের যোগ্যতা—

* অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।

* নতুন একজন ছাত্র হতে হবে, যিনি বৃত্তি আবেদনের শেষ তারিখের মধ্যে পড়াশোনার প্রস্তাব পেয়েছেন।

* পূর্ববর্তী পড়াশোনায় ন্যূনতম জিপিএ ৬ বা তার বেশি পেতে হবে ৭ পয়েন্ট স্কেলে বা সমমানে।

* স্নাতক বা স্নাতকোত্তর কোর্সওয়ার্ক প্রোগ্রামে একাডেমিক এবং ইংরেজি ভাষার যোগ্যতা পূরণ করতে হবে

* ২০২৪, ২০২৫ বা ২০২৬ সাল থেকে একজন পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে।

* আবেদন শেষ কবে—

আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

*আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category