সিডনি মিন্টোর রনমোর সেন্টারে আগামী ১৪ এপ্রিল রবিবার দেবীপক্ষ এইবার দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে পহেলা বৈশাখের বিশেষ উৎসব বাঙালির ভুড়িভোজ।আর এই আয়োজনের বিশেষত্ব হলো এখানে থাকবে বাংলাদেশের ৬৪ জেলার ৬৪ রকমের খাবার ।এছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোসেশন, আড্ডা আর সাজগোজের বাহার।বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:০০ পর্যন্ত চলবে এই উৎসব।দেবীপক্ষের কর্নধার জুঁই সেন পাল জানান,” একটু ব্যতিক্রম কিছু করার জন্যই ৬৪ জেলার ৬৪ রকমের খাবার রাখার পরিকল্পনা করেছেন তিনি।সবারই নিজ নিজ জেলার খাবারের প্রতি একটা বিশেষ দূর্বলতা থাকে আর তাই সবাই যেন তার নিজের এলাকার খাবারটা সবাইকে খাওয়াতে পারে তাই এই প্রচেষ্টা।”
বৈশাখী উৎসব ছাড়াও দেবী পক্ষের প্রথমবারের দুর্গা পূজা স্থানীয়দের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছে।
Leave a Reply