মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আইসিইউতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

‘লালন কন্যা’ খ্যাত বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদ পারভীন শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে। শ্বাসকষ্টজনিত রোগে শনিবার (১ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

শিল্পীর অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আবদুল হাকিম। তিনি জানান, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে।

ফরিদা পারভীনের চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেছেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।

ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর ৩১, ১৯৫৪ নাটোর জেলার সিংড়া থানার শাঔঁল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেলোয়ার হোসেন মা রৌফা বেগম।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন যে শুধু লালনের গান গেয়েছেন তা নয়। তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমান ভাবেই জনপ্রিয়।

তিনি ২০০৮ সালে ফুকুওয়াকা এশিয়ান কালচারাল পুরস্কার, ১৯৮৭ সালে একুশে পদক এবং চলচ্চিত্রের গানে সেরা কণ্ঠদানকারী হিসাবে ১৯৯৩ সালে জাতীয় পদক পেয়েছেন। সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও অনন্যা শীর্ষ দশ পুরস্কারও পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category