মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে।

আখেরি মোনাজাত উপলক্ষ্যে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এ পুরো জায়গা হেঁটেই মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমা মাঠের উদ্দেশে আখেরি মোনাজাতে অংশ নিতে।

গাজীপুরের জৈনা বাজার থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছেন নয়ন মিয়া। মাওনা চৌরাস্তায় এলাকায় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ভোর ৪টায় বাসা থেকে বের হয়েছি আখেরি মোনাজাতে অংশ নিতে। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছি না।

ভোগড়া বাইপাস এলাকা থেকে হেঁটে রওনা দিয়েছেন আমিনুল নামের একজন। তিনি জানান, ভোর ৪টায় পিকআপে করে কাপাসিয়া থেকে ময়দানের উদ্দেশে রওনা দিয়ে ভোগড়া বাইপাস নেমেছেন। কিছু সময় পরিবহনের জন্য অপেক্ষা করেন। পরিবহন না পেয়ে অন্য মুসল্লিদের মতো হাঁটা শুরু করেন। পুরো পথ তিনি হেঁটেই যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category