বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

লস অ্যাঞ্জেলেসে দাবানলে টনের্ডোর শঙ্কা, ‘রেড ফ্ল্যাগ’ জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ Time View

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যে দেখা দিয়েছে টনের্ডোর শঙ্কা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নিনির্বাপণ কর্মীরা। এরমধ্যেই ‘আগুনে টর্নেডোর’ আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর উদ্বেগ প্রকাশ করে বলেন, অগ্নি-বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসের অবস্থা এমনিতেই ভয়াবহ, এর মধ্যে নতুন করে টনের্ডোর রেড এলার্ট জনমনে ভয়ের মাত্রা দ্বিগুণ করেছে। আবহাওয়া অধিদফতর থেকে আরও বলা হয়, আগামী রোববার থেকে বাতাসে তীব্র গতি আর কম আর্দ্রতার জন্য আগুনের পরিস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইতিহাসের ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে ক‍্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এতে প্রাণ গেছে অন্তত ২৫ জনের, নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় গত ৭ জানুয়ারি। পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প‍্যাসেফিক প‍্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।এছাড়া প‍্যালিসেডসের ৪০ কিলোমিটার পূর্বে আলটাডেনা এলাকায় ইটন ফায়ার পুড়িয়েছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা ‘রেড ফ্ল্যাগ’ জারি করে, এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category