ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। এরপর থেকেই খেলার বাইরে থাকতে হয়েছে নিগার সুলতানাদের। তবে মাঠে ফিরতে আরও কিছুদিন অপেক্ষা করছে হবে তাদের। মার্চে বাংলাদেশ সফরে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিং শুরু করছে নিগার সুলতানরা। ফিটনেস ট্রেনিং শেষে শুরু হবে স্পিন বোলিং ক্যাম্প। চারদিন চলবে সেই ক্যাম্প। এরপর খুলনায় দুই সপ্তাহের স্কিল ক্যাম্প সেরে মিরপুরে ফিরবেন ক্রিকেটাররা।
আগামী ১৬ ই মার্চ নারী ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল।
এদিকে, অক্টোবরে বাংলাদেশে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির জন্য বড় দলগুলো বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী।
Leave a Reply