অস্ট্রেলিয়ার সিডনিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান “লেটস টক” অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ ডিসেম্বর) ‘কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করে প্রবাসী বাংলাদেশী উইমেন্স অ্যাসোসিয়েশন।এতে প্রায় ২০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। অনুষ্ঠানের ফ্যাসিলিটেটর ছিলেন সাইকোলজিস্ট জন মার্টিন।
স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনটির সদস্যবৃন্দ, কিশোর-কিশোরীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী বাংলাদেশী উইমেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সুলতানা এবং সাধারণ সম্পাদক ফয়জুন পলি বলেন, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এরমকম আরো বিভিন্ন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।
Leave a Reply