অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স (এবিডব্লিউসিসি) এর আয়োজনে এলান গালা এন্ড চ্যারিটি ইভিনিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার(২৩ নভেম্বর) রিজেস হোটেল ক্যাম্পবেলটাউনে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয় । এসময় স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা ও সহায়তার সংস্থা ফুলকি’ র জন্য তহবিল সংগ্রহ করা হয়।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুর পর সংগঠনের সভাপতি নাজিয়া মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু এবং ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠার পটভূমি ও এবং নারী উদ্যোক্তাদের ওপর এর ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্ক কুরি এমপি, স্যালি কুইনেল স্টেট মেম্বার ফর ক্যামডেন, কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ মোঃ জাহাঙ্গীর আলম খান রানা এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন।
অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠান আর প্রাণবন্ত সংগীতের পাশাপাশি “নিধি, মোটিফ এন্ড হেরিটেজ”, “ফ্যাশন প্রেট” এবং “পাড় আঁচল শাড়ীজ” মনোমুগ্ধকর ফ্যাশন শো’র আয়োজন করে।
Leave a Reply