অস্ট্রেলিয়ার সিডনিতে বাৎসরিক ‘বিজয়া সম্মিলন ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ নভেম্বর সিডনির উপশহর ক্যাম্পসিস্থওরিয়ন ফাংশান সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
‘অশুভের বিনাশ হোক, শুচি হোকবিশ্বলোক’ আহ্বান নিয়ে তিন বছর আগে শুরু হওয়া এই মহামিলন এখন সমগ্র অস্ট্রেলিয়ার সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান বাৎসরিক অনুষ্ঠান।
দুর্গাপূজার পর এই মহামিলন উৎসবপ্রিয় সম্প্রদায়কে যেমন শুভেচ্ছা বিনিময়েরবৃহত্তর পরিসর সৃষ্টি করে, তেমনি শারদীয় উৎসবের আনন্দ, উদ্দীপনা ও গুরুত্বকে উপলব্ধি করার সুযোগকে দীর্ঘায়িত করে। এই বিজয়া সম্মিলন অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটির বৃহত্তর ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ়করবার সুযোগ করে দেয়।
এবছর আরও বেশি অংশগ্রহণ ও অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দঘন পরিবেশসৃষ্টি করবার লক্ষ্যে আয়োজন সমন্বয়কারী ব্যক্তিবর্গ সংগঠনগুলির প্রতিনিধিদেরসাথে আলোচনার মাধ্যমে আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। বিশেষআকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের (বহুমুখী মেধারশিল্পী অমিত দে ও সা-রে-গা-মা-পা খ্যাত অবন্তী সিঁথি) সঙ্গীত পরিবেশনা।
বরাবরের মতোই প্রাদেশিক ও ফেডারেল পর্যায়ের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও কমিউনিটির প্রতিনিধিও আমন্ত্রিত হয়েছেন।
অস্ট্রেলিয়ার সকল পূজা ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে ও অংশগ্রহণে আরেকটি বিজয়া সম্মিলনে যোগ দেয়ার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়ারবাঙালি সম্প্রদায়।
Leave a Reply