তুমি, এই তুমিই আমাকে বসিয়েছ
দেবীর আসনে।
আকাশ থেকে তারা এনে
আমার চুলে গাঁথতে চেয়েছ সেই তুমিই
কখনো বলেছ আমি চাঁদ ,
কখনো ফুল,পাখি, নদী কিম্বা চঞ্চল প্রজাপতি
আমাকে সাজাতে পৃথিবীর বুক চিরে
তুলে এনেছ হীরে, চুনি, পান্না
সাগর সেঁচে এনেছ মোতি,
মুড়ে দিয়েছ সোনা, রূপো, প্লাটিনামে,
রেশমে, মখমলেII
নতুন খেলনা পাওয়া ছোট বাচ্চাটার মত
তোমার দেওয়া সে সব মহার্ঘ্য উপহার
পেয়ে উদ্বেল হয়েছি,
হেসেছি হাজার বছর ধরে।
তারপর জানো, ওসবে এখন আর কুলোচ্ছে না!
কারণ এখন আমি বুঝি যে
আমাকে সাজিয়েছ তুমি
নিজেরই প্রয়োজনে।
আসলে তুমি আমায় কেবলই ঠকিয়েছ।
কারণ তুমি, অথবা তোমরাই আবার
আমাকে চিতায় তুলে পুড়িয়েছ,
ভালোবাসার দায়ে কতল করেছ,
কখনো চুল ছেঁটে সাদা কাপড়ে
তো আবার কখনো কালো চাদরে মুড়িয়েছ
এ খেলা এবার বন্ধ করো!
সময় এসেছে ফিরে দেখার।
চাইনা দেবী হতে বা সাজানো পুতুল
চাইনা মৃত্যু উপহার
মানুষ বলে সাথে সাথে চলতে দিও শুধু।
Leave a Reply