ঝিঝিপোকা’র বৈশাখ ও ঈদ ফেস্ট
আগামী ১৯শে ফাল্গুন ১৪৩০ ( ৩রা মার্চ ২০২৪) ঝিঝিপোকা আসছে তাদের পর্ব ২ নিয়ে। স্বপ্নালু কজনের হাত ধরে গতবছর আয়োজিত হয় ঝিঝিপোকার প্রথম প্রদর্শনী। সেই আয়োজনের বিনিময়ে তারা পেয়েছ অঢেল ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করেই আবারো সুন্দর কিছু করার ইচ্ছায় তারা কাজ করছে নিরলস।
এই সব আনন্দ আয়োজন পূর্ণতা পাবে কমিউনিটির সকলের উপস্থিতিতে। গ্ল্যান্ডফীল্ড কমিউনিটি হলে এ দিনভর পসরা নিয়ে থাকবে বেশ কয়েটি স্টল।থাকবে রকমারী শাড়ি, লাল ফিতে, চুড়ি, পিরান আর গয়না আরও কত্ত যে কি, থাকছে জগত বিখ্যাত সোমার মিঠাই আর সাথে মেহেদী ।সবাইকে ঝিঝিপোকা’র উদোক্তারা আমন্ত্রন জানিয়েছেন সকলকে তারা বলেন,” আপনারা আসবেন…ঘুরবেন…হাসি আনন্দে মাতবেন আর কেনাকাটা করে উৎসাহ দেবেন। আপনারা সবান্ধব আমন্ত্রিত
আর এটা অনুরোধ নয়….ভালোবাসার দাবি!”
Leave a Reply