সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

কাউন্সিলর পদে রোজল্যান্ড ওয়ার্ড থেকে নির্বাচন করছেন মারিয়া মোস্তাইন মুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচন আগামি ১৪ সেপ্টেম্বর(শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন সিটি কাউন্সিল নির্বাচনে রোজল্যান্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মোস্তাইন মুন। তিনি কমিউনিটির একজন সুপরিচিত মুখ।বাংলাদেশী কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক সকল কাজেই তার অগ্রনী ভূমিকা রয়েছে।এই প্রথম তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের স্হানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকান্ডে কমিউনিটিতে নিজেকে নিয়োজিত করার জন্য নির্বাচনে অংশগ্রহন করছেন।

আমাদের কথার নিউজ পোর্টালের সাথে মারিয়া মুন আলাপকালে তিনি আগামী নির্বাচনে ভোটারদের উদ্দেশ্য যে কথাগুলো বলছেন তা পাঠকের কাছে তুলে ধরা হলো:

“আমি মারিয়া মোস্তাইন মুন।
আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে রোজল্যান্ডস ওয়ার্ড থেকে আসন্ন ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

অস্ট্রেলিয়ায় বিগত ১৯ বছর ধরে বসবাস করছি।
আমার  এই ছোট্ট  ব্যস্ত পারিবারিক জীবনের সাথে  সাথে  একজন সচেতন নাগরিক হিসেবে আমি  নিজেকে  কমিউনিটির   বিভিন্ন কাজে  নিয়োজিত  রেখেছি।

তারই ধারাবাহিকতায়  বাংলাদেশের  সাম্প্রতিক বন্যার ভয়াবহ পরিস্থিতিতে  আমি সহ আমার টিম  একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছি । লিটল বাংলাদেশ খ্যাত  সিডনি লাকাম বায় গত ৩১ শে আগস্ট ২০২৪ এ বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য লোকাল আর্টিস্টদের নিয়ে  একটি সফল ফান্ডরাইজিং  ইভেন্ট করেছি।
আমার কর্ম জীবনের পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবে ডোমেস্টিক ভালেন্স  ভিকটিমের জন্য  ইমিডিয়েট বাসস্থান সহায়তা প্রদান করেছি  এবং ক্যান্সার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহ করা থেকে শুরু করে আমি বাংলাদেশের সাম্প্রতিক বন্যা দুর্গতদের জন্য এবং বন্যা পরবর্তী  পরিস্থিতি তে  সাহায্যের  কাজে সম্পৃক্ত আছি। আমার সামর্থ্য অনুযায়ী   চেষ্টা করে যাচ্ছি।
আন্তর্জাতিক নারী দিবসে, আমরা কমিউনিটি  বিশ্বজুড়ে নারীদের শক্তি এবং স্থিতিস্থাপকতা উদযাপনের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।  ইভেন্টটি একটি বিশাল সাফল্য ছিল, এবং এটি সম্প্রদায়কে ঐক্য ও সমর্থন প্রদর্শনে একত্রিত করে।
এছাড়াও সিডনিতে  অত্যন্ত জনপ্রিয় নারী সংগঠন  “আমাদের কথা ইনক” এর একজন মেম্বার হিসেবে শুরু থেকেই  কাজ করে যাচ্ছি ।

যখন কোভিড-১৯ মহামারী আঘাত হানে,
আমি আমার  কমিটির কাজে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করিনি।  আমি  সিনিয়র সিটিজেন থেকে শুরু করে  নন সিটিজেন  এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে খাবার সরবরাহ  থেকে শুরু করে প্রয়োজনীয়  সকল ব্যবস্থায়  পাশে থাকার চেষ্টা করেছি-  মেন্টাল হেলথ ইস্যুতেও  সক্রিয়ভাবে প্রতিনিয়ত  যুক্ত থেকেছি।
আমি বিশ্বাস করি  আমার  সততা আর ভালো কাজ দিয়ে কমিউনিটিকে  আরো সমৃদ্ধ করতে পারব-  তাই আমাকে আমাকে ভোট  দিয়ে  আমাকে স্বপ্ন পূরণে সাহায্য করবেন”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category