‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সচেতনতামূলক লিফলেট স্টিকার পোস্টার বিতরণের মধ্য দিয়ে মাকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে।
আজ রবিবার(১৪ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন বেসরকারী সংস্থা ও সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যলি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
আলোচনা অতিথিগণ মাদকাসক্তিমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply