টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহানস্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বঙ্গবন্ধু পরিবারে শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী, দেশ সেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের অগ্রগতি, উন্নয়ন, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
তখন টু্ঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক সহ স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply