” মাতৃ বন্দনা ”
পূরবী মৈত্র
এসো মা জননী বিদ্যাদায়িনী,
বাক্ দেবী বাণী বীণাপানি তুমি মা।
বরণ মালা দেব গলে,
করব পূজা অশ্রু জলে,
দুখের দোলে হঠাৎ কেন দোলাও?
পুলকে আমি ছিনুবলে,
কাজ গুলি মোর ভোলাও?
ঐয়ি! ভূবণ মোহিনী কল্যাণী,
শ্বেত পদ্মাসনা দেবী হংসবাহিনী
সরস্বতী।
শুভ্র বস্ত্রে আবৃতা, শ্বেতচন্দন চর্চিতা,
তুমি ভগবতী, তুমি জগৎদ্ধাত্রী
সুর, নর,তুমি বন্দিতা।।
আবীর, কুমকুম, গন্ধধূপে
পলাশফুল আর শ্বেত পুস্পে
দিলাম তোমায় পাদপদ্মে অঞ্জলি
বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
Leave a Reply