সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

আ. লীগ থেকে চলে যাওয়া অনেক ‘তারা’ নিভে গেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৩ Time View

আওয়ামী লীগ থেকে চলে যাবার পর অনেক তারা নিভে গেছে বলে মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দল ছেড়ে চলে গেছেন তারা আর কিছু করে উঠতে পারেননি।

রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। আঘাতের পরও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে দলটি। খুব বেশিদিন আগের কথাও না ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গঠন করবে। সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূলশক্তি হলো সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না।

তিনি বলেন, হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে তারাই বড় নেতা। তাই কেউ নিজেকে বড় নেতা মনে করে আওয়ামী লীগ ছেড়ে অন্য দল করেছেন। কিন্তু তারা ভুল করেছেন, কেনো আপনারা দেখেন আকাশে মিটি মিটি তারা জ্বলে। তারা আলোকিত হয় কারা দ্বারা সূর্যের আলোয় আলোকিত হয়। যে সব নেতারা ভুল করেছিলেন ভুলে গিয়েছিলেন তারা আলোকিত আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই। এখান থেকে চলে যাবার পর এই তারা আর জ্বলে নাই। তারা আস্তে আস্তে নিভু নিভু, কিছু নিভেই গেছে। কেউ ভুল বুঝে হয়তো ফিরত এসেছে আমরা নিয়েছি। আবার কেউ এখনো ভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস নানা জল্পনা কল্পনা করছেন। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি আরও বলেন, এদেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে আওয়ামী লীগ। স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। সব সময় সুখে দুখে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ।

সরকারপ্রধান বলেন, যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। মৃত্যুকে ভয় পাই না। বাবার চিন্তা চেতনা বাস্তবায়ন করে মানুষের জন্য কাজ করে যাবো, উন্নত জীবন দেবো। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে নেতাকর্মীদের। সেটি অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ ভোট দিয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এখন উন্নয়নের রোল মডেল। স্মার্ট বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে, প্লাটিনাম জুবিলিতে এটাই প্রতিজ্ঞা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category