ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন–সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
বাংলাদেশে অতিদরিদ্র বলে আরও কেউ থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ।
Leave a Reply