চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাটে নৌকাতে ফেরির ধাক্কায় তিনজন নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও তাৎক্ষণিক একজনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর ফেরিঘাটের শহর অংশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজনই পুরুষ। এদের একজনের নাম কাজল, তিনি বোয়ালখালী উপজেলার বাসিন্দা। অবে অন্যজনের নাম জানা যায়নি।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন।
তিনি বলেন, ‘বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সঙ্গে একটি নৌকার ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে এ সময় নৌকায় থাকা তিনজন (পুরুষ) ফেরির নিচে পড়ে যায়। তাৎক্ষণিক একজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরও দুইজন এখনো মিসিং আছে। আমরা অভিযান শুরু করেছি। নিখোঁজ দুজনের মধ্যে একজনের নাম কাজল, তার বাড়ি বোয়ালখালী বলে জেনেছি।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর জানিয়েছেন, ঘটনাস্থলে কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। সেখান থেকে ডুবুরি দল চাওয়া হয়েছে। এরই মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে একটি ডুবুরি দল অভিযান পরিচালনা করছে।
এদিকে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, আমরা খবর পাই, বোয়ালখালী অংশ থেকে শহর অংশে একটি ফেরি এসে পাড়ে স্থির হওয়ার আগেই কয়েকজন যাত্রী পাশে থাকা নৌকায় উঠে যায়। এক পর্যায়ে ফেরিটি সোজা করার সময় নৌকার সঙ্গে ধাক্কা লাগলে সেখান থেকে দুজন নদীতে পড়ে যায়। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে বলা যাবে।
Leave a Reply