চলমান বিশ্বকাপে বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন বোলাররা। ব্যাটারদের এনে দেয়া স্বল্প রানের সংগ্রহ রক্ষায় বোলাররা নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছেন। বিশেষ করে বলতে হয় মোস্তাফিজুর রহমানের কথা। উইকেট শিকারের পাশাপাশি রান দেয়ার বেলাতেও ভীষণ কিপটামো দেখাচ্ছেন কাটার মাস্টার। ডেথ ওভারে স্লোয়ার ও কাটারে রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছেন তিনি।
বিশ্বকাপে দেখা যাচ্ছে সেরা ফর্মের মোস্তাফিজুর রহমানকে, যিনি বিশ্বের সেরা কাটার বল করতে পারেন। এখন পর্যন্ত ৪ ইনিংসে ১৬ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৫৪, ইকোনমি রেট সাড়ে তিনেরও কম। ৭ উইকেট শিকার করেছেন এখন পর্যন্ত। এবারের আসরে তার চেয়ে বেশি ডট বল করতে পারেননি আর কোনো বোলারই।
আইপিএলে দীর্ঘ সময় মোস্তাফিজের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন ওয়ার্নার। দুজনের মধ্যকার সম্পর্কটাও দারুণ। বন্ধু মোস্তাফিজকে বলতে গেলে এক প্রকার হুমকিই দিয়ে রেখেছেন তিনি।
অজিদের আত্মবিশ্বাসের মূলে আছে এই মাঠে নামিবিয়ার বিপক্ষে তাদের পারফরম্যান্স। সেই ম্যাচে গেরহার্ড এরাসমাসের দলকে মাত্র ৭২ রানে অলআউট করে পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।
ক্রিকেট ডট কম ডট এইউ’তে ওয়ার্নার বলেন, ‘এই উইকেটে খেলার সুবিধা হলো, অন্যান্য মাঠের চেয়ে এখানে অনেকটাই ট্রু উইকেট। তারা যে লেন্থে বল করছে সেই লেন্থে এখানে বল করলে খেলতে অসুবিধা হবে না। তবে বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি। তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি। তাদের ভালো বোলিং অ্যাটাক আছে, যাকে নেতৃত্ব দেয় মুস্তাফিজ।’
বাংলাদেশের গেমপ্ল্যান নিয়ে ভালো ধারণা আছে অস্ট্রেলিয়ার। এই উইকেটে মোস্তাফিজ পর্যাপ্ত টার্ন পাবেন না বলে আশা ওয়ার্নারের। ফলে সহজেই বাংলাদেশ বাধা উৎরাতে পারবে অজিরা বলে বিশ্বাস এই ওপেনারের, ‘সে যেভাবে বল করে তা হয়ত এই উইকেটে খুব একটা টার্ন করবে না, যতটা সে অতীতে পেয়েছে। আমরা জানি সামনে কী আসতে চলেছে। নামিবিয়ার বিপক্ষে উইকেট যেমনটা মনে হয়েছে, এবার এর ঠিকঠাক ব্যবহার করলেই চলবে।’
বিশ্বকাপের কোনো ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নেই বাংলাদেশের। আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ৬ট্যয় ইতিহাস পাল্টানোর আশায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
Leave a Reply