অস্ট্রেলিয়ার সিডনিতে শরীয়তপুর জেলা সমিতি অস্ট্রেলিয়ার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৬ মে) সিডনির লাকেম্বা লাইব্রেরিতে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশ ও অষ্ট্রেলায়ার জাতীয় সংগীত বাজানো হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা সমিতি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলী শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ক্যান্টারবেরি-ব্যাংক্সটাউন সিটি কাউন্সিলের মেয়র সি এল আর বিলাল এল হায়েক।
অনুষ্ঠানে পরিচিতি পর্বটি পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো সিরাজুল ইসলাম, শরীয়তপুর জেলা সমিতি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি শফিক শেখ, ময়না হক, স্বপন দেওয়ান, আবু বকর, হাবিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কাশফী আসমা আলম, মাসুম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, মোঃ এনামুল হক শিপন প্রমুখ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দীন মাদবর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান খান সিজান, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক পলাশ, মনির, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ শাকিল, রিজবি, কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন সদস্য বৃন্দ ও শরীয়তপুর জেলা সমিতি অস্ট্রেলিয়ার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্য বৃন্দ।
আমন্ত্রিত অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা, নড়িয়া উপজেলা, সখিপুর থানা, জাজিরা উপজেলা, ভেদরগঞ্জ উপজেলা, ডামুড্যা উপজেলা, গোসাইরহাট উপজেলা এর থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল শরীয়তপুরবাসী।
অনুষ্ঠানে রেজাউল হক পলাশ ও কাশফী আসমা আলমের পরিচালনায় সুচনা পর্বেই ছিল নিয়ন আহমেদ ও ইসরাক হাবিবের অন্যবদ্য নাচ, চারু গানের দল নিয়ে ছিল আয়েশা কলির কন্ঠে নজরুলের গান ও লালনের সুর। ড্রাম এবং তবলায় সহযোগীতায় তাপস কর ও নামিদ ফারহান। ক্যানভাসের রকি ৯০ দশকের ব্যান্ডের গানে মুখরিত ছিল দর্শক।
Leave a Reply