সিডনিতে বিল্লাবং পার্কল্যান্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১০ টায় সিডনির ক্যাম্পবেলটাউনে বিল্লাবং পার্কল্যান্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্যাম্পবেলটাউন সিটি মেয়র জর্জ গ্রেসিস ও প্রাক্তন মেয়র জর্জ ব্রটি সেভিক । এসময় জনসাধারণের জন্য পার্কল্যান্ড উমুক্ত করা হয়। অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ চৌধুরী সহ কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ, স্টেট ও ফেডারেল এমপি, কাউন্সিলর পদপ্রার্থী আশিক রহমান অ্যাশ ও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ওয়াটার ওয়ান্ডারল্যান্ড মরুদ্যান হিসেবে ২০২০ সালের জুন মাসে এই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। চার হেক্টর এলাকা বিশিষ্ট এই বিল্লাবং পার্কল্যান্ডে রয়েছে সুইমিং পুল, জলপ্রপাত, আড়াই মিটার গভীর লেগুন, বিস্তৃত লন এলাকা, একটি ক্যাফে সহ প্যাভিলিয়ন, পিকনিক এলাকা, ঘুর পথ, ছায়াময় প্রাকৃতিক গাছের আচ্ছাদন এবং দেশীয় গাছপালা সহ বাগান বিলাস।
ক্যাম্পবেলটাউনের নতুন পার্কল্যান্ডস আগামী রোববার (৯ জুন) সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লন গেম, ফেস পেইন্টিং, লাইভ মিউজিক, ফুড ট্রাক, আইসক্রিম সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকবে। আগামী ১ বছরের মাসের জন্য, পরিবারগুলি বিনামূল্যে পার্কল্যান্ডে যেতে পারে তবে তাদের টিকিট প্রি-বুক করতে হবে।
ক্যাম্বেলটাউন কাউন্সিলর মাসুদ চৌধুরী অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সবাইকে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে বিল্লাবং পার্কল্যান্ডে আসার আমন্ত্রন জানিয়েছেন।
Leave a Reply